ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

খানদের সঙ্গে কাজ মানে বক্সিং রিংয়ে ঢোকা : কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
খানদের সঙ্গে কাজ মানে বক্সিং রিংয়ে ঢোকা : কারিনা

‘ব্রাদার্স’ ছবির আইটেম গান ‘ম্যারি’র ভিডিও সাড়া ফেলেছে, ‘বজরঙ্গি ভাইজান’ও রেকর্ড গড়া ব্যবসা করেছে- সব মিলিয়ে দারুণ সফল সময় কাটাচ্ছেন কারিনা কাপুর খান। ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে তার সহশিল্পী সালমান খান।

বলিউডের খান সাম্রাজ্যের তিনজনের (আমির, শাহরুখ, সালমান) সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা আছে তার। সেটা কেমন?

ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনার কাছে জানতে চাওয়া হয় তিন খানের মধ্যে পার্থক্য কোথায় কোথায়। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সালমান আয়েশি। আমিরও আরামপ্রিয়, কিন্তু তিনি সবসময়িই প্রস্তুত থাকেন। আর শাহরুখ বরাবরই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। প্রতিনিয়ত দৃশ্যধারণের সময় তাৎক্ষণিক পরিবর্তন আনেন। ’

বোঝা যাচ্ছে তিন খান একজনের চেয়ে অন্যজন আলাদা। তবে একটা দিকে তিনজনকে একই মনে হয়েছে কারিনার। তিনি বলেন, ‘সালমান, শাহরুখ ও আমিরের সঙ্গে কাজ করা বক্সিং রিংয়ে ঢোকার মতো। ’

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।