ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সঞ্চয়ের স্ত্রী হবে কঙ্গনা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
সঞ্চয়ের স্ত্রী হবে কঙ্গনা? সঞ্জয় দত্ত ও কঙ্গনা রনৌত

সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। সঞ্চয় দত্তের জীবনি নিয়ে তৈরী হবে ছবিটি।

এটি পরিচালনা করবেন পরিচালক রাজকুমার হিরানি।  

গত বছর ‘পিকে’ ছবির সাফল্যে আয়োজিত এক পার্টিতে পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কঙ্গনার পরিচয় করিয়ে দেন বলিউডের মিস্টার পাফেকশনিস্ট আমির খান।   আর সেই সুবাদেই ছবির কাজটি তার হাতে এসেছে।

এতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। আর তার স্ত্রী মান্যতার চরিত্রে অভিনয় করতে পারেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী এমনটাই শোনা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে এই প্রথম একসঙ্গে জুটিবদ্ধ হবেন রণবীর ও কঙ্গনা।

কঙ্গনা এখন ব্যস্ত সময় পার করছেন তার নতুন ছবি ‘কাট্টি বাট্টি’র প্রচারণার কাজ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমরান খান। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৮ সেপ্টেম্বর।    

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।