ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

এবার তারা আরজে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
এবার তারা আরজে আদনান ফারুক হিল্লোল ও নাজনীন হাসান চুমকী

আদনান ফারুক হিল্লোল ও নাজনীন হাসান চুমকীকে অভিনয় করতেই দেখা যায়। চুমকী অবশ্য নাটক লেখেন, করেন পরিচালনাও।

কিন্তু তারা দু’জন এবার সেটাই করছেন, যেটা আগে কখনও করেননি। করছেন রেডিও উপস্থাপনা।

তাদের কণ্ঠ শোনা যাচ্ছে ঢাকা এফএম-এ, ‘ভালোবাসার বাংলাদেশ’ নামে একটি অনুষ্ঠানে। গতকাল (৩০ জুলাই) ছিলো রেডিওতে তাদের প্রথমদিন। অনুষ্ঠানটি সাপ্তাহিক। প্রতি বৃহস্পতিবার রাত ১১টায় ‘ভালোবাসার বাংলাদেশ’ নিয়ে ঢাকা এফএম-এ হাজির থাকবেন হিল্লোল ও চুমকী।

দুই ঘণ্টার এ অনুষ্ঠানে দেশের প্রতি মানুষের ভালোবাসাই হয়ে ওঠে আলোচনার বিষয়। থাকে একজন অতিথি। নতুন এ অভিজ্ঞতা দারুণভাবে উপভোগ করছেন হিল্লোল ও চুমকী দু’জনেই।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।