ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বিজ্ঞাপনচিত্রে সাকিব-শিশিরের রোম্যান্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
বিজ্ঞাপনচিত্রে সাকিব-শিশিরের রোম্যান্স সাকিব আল হাসান ও শিশির

ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান যেমন প্রশংসিত, শিশিরের সঙ্গে তার জুটিও তেমনি আলোচিত। তাদের মধুর সম্পর্ক, প্রেম, অভিমান উঠে এসেছে পর্দায়।

তারা অভিনয় করেছেন বিজ্ঞাপনচিত্রে। বাস্তবের মতো এখানেও তারা স্বামী-স্ত্রী।

১ মিনিটের বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, শিশিরের জন্য বিশেষ উপহার নিয়ে এসেছেন সাকিব। সেটা তাকে দেখাতে চান। কিন্তু শিশির কাজে ব্যস্ত। সিঁড়ি ভেঙে ওপর থেকে নিচতলায় নিয়ে আসেন। কিন্তু উপহার কই? সামনে একটি গাড়ি দাঁড়িয়ে। শিশির চলে যেতে চান, সাকিব হাত ধরে ফেলেন। গাড়ি চলে যায়। দেখা যায় নতুন সাইকেল।

নতুন বিজ্ঞাপনচিত্রটি বাংলালিংকের। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উন্মুক্ত হয়েছে এটি। টিভি পর্দায় তো দেখা যাবেই।

* সাকিব-শিশির দম্পতি অভিনীত বিজ্ঞাপনচিত্র :


বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।