ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

গ্রেট মিউজিক গুরুকুলে রুনা লায়লা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
গ্রেট মিউজিক গুরুকুলে রুনা লায়লা রুনা লায়লা/ছবি : নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতার কালারস বাংলা টিভি চ্যানেলের সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘গ্রেট মিউজিক গুরুকুল’-এর চূড়ান্ত পর্বে অতিথি বিচারক হিসেবে আমন্ত্রণ পেলেন রুনা লায়লা। আগামীকাল রোববার (২ আগস্ট) তাকে নিয়ে এর দৃশ্যায়ন হবে।



গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাতে নভোটেল কলকাতা হোটেল অ্যান্ড রেসিডেন্সেসে উঠেছেন রুনা। তিনি জানান, বিচারকাজের পাশাপাশি সংগীত পরিবেশন করবেন অনুষ্ঠানে। এর মধ্যে থাকবে ‘সাধের লাউ’ ও ‘দমাদম মাস্ত কালান্দার’। এটি প্রচার হবে আগামী ৯ আগস্ট।

‘গ্রেট মিউজিক গুরুকুল’-এ রুনার সঙ্গে নিয়মিত বিচারক হিসেবে থাকবেন ভারতীয় শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি, হরিহরণ ও জিৎ গাঙ্গুলি।

বাংলাদেশি শিল্পীদের মধ্যে এর আগে অনুষ্ঠানটির একটি পর্বে বিচারক হিসেবে অংশ নেন অর্ণব।

বাংলাদেশ সময় : ০৯৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।