ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

সাউন্ডটেক থেকে ন্যানসি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
সাউন্ডটেক থেকে ন্যানসি ন্যানসি / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

একসময়ের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক মাঝে ঝিমিয়ে পড়েছিলো। তারা আবার আলোচনায় আসছে।

আগামী ঈদে এখান থেকেই বের হবে ন্যানসির নতুন অ্যালবাম। এটি তার চতুর্থ একক।

জানা গেছে, অ্যালবামের জন্য গান তৈরি করছেন শওকত আলী ইমন ও বাপ্পা মজুমদার। কয়েকদিনের মধ্যে এগুলোতে কণ্ঠ দেবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

সাউন্ডটেক প্রসঙ্গে ন্যানসি বললেন, ‘প্রতিষ্ঠান শিল্পীদের অ্যালবামের দায়িত্ব নিলে সুবিধা হয়। তারা আমাকে প্রথমে গানের ডেমো শোনাবেন। আমার পছন্দ হলেই কেবল রেকর্ডিং হবে। ফলে আমার পছন্দের গান পাবেন শ্রোতারা। ’

নাম চূড়ান্ত না হওয়া অ্যালবামটির বেশিরভাগ গান লিখবেন আহমেদ রিজভী। অ্যালবামের তত্ত্বাবধান করছেন তিনিই।

ন্যানসির আগের একক অ্যালবামগুলো হলো ‘ভালোবাসা অধরা’, ‘রঙ’ এবং ‘দুষ্টু ছেলে’।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।