ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

গানের ভাণ্ডারির ১১৫তম জন্মশতবার্ষিকীতে...

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
গানের ভাণ্ডারির ১১৫তম জন্মশতবার্ষিকীতে...

সংগীতগুরু শৈলজারঞ্জন মজুমদার। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তাকে বলেছিলেন ‘গানের ভান্ডারি’।

তার ১১৫তম জন্মশতবার্ষিকী এ বছর। তার সংগীত প্রশিক্ষণ ও রবীন্দ্র-ভাবনাকে পরিচিত করার উদ্যোগ নিয়েছে কলকাতা-ঢাকা-চট্টগ্রামের সংগীতপ্রেমিরা।

বাংলাদেশে তিন পর্বের এ আয়োজন হবে শৈলজারঞ্জনের জন্মভূমি নেত্রকোনা, ঢাকা ও চট্টগ্রামে। কলকাতা থেকে রবীন্দ্রসংগীত শিল্পী আশিস ভট্টাচার্য এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. সুজিত কুমার বসু অংশ নেবেন এতে। চট্টগ্রামে ৬ ও ৭ আগস্ট এটি অনুষ্ঠিত হবে নন্দনকাননস্থ ফুলকির এ. কে. খান স্মৃতি মিলনায়তনে।

৭ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে রবীন্দ্রভাবনা বিষয়ে বলবেন ড. সুজিত কুমার বসু। গান গাইবেন শ্রী আশিসকুমার ভট্টাচার্য। আরও থাকবে স্থানীয় প্রশিক্ষণার্থীদের নির্বাচিত পরিবেশনা এবং প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ। প্রশিক্ষকের সহযোগী হিসেবে থাকবেন বাংলাদেশের শীলা মোমেন ও ভারতের ঋতশ্রী ভট্টাচার্য। এটি আয়োজন করছে চট্টগ্রামের স্থানীয় সংগঠন চয়নিকা।



বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।