ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

গানে গানে আরও ভালোবাসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
গানে গানে আরও ভালোবাসা

ছবি মুক্তি ১৪ আগস্ট। আর বেশি বাকি নেই।

তাই ‘আরও ভালোবাসবো তোমায়’-এর গানগুলো বাজারে ছাড়লেন ছবিটির প্রযোজক-পরিচালক। এ উপলক্ষে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ৪ আগস্ট দুপুরে।

অনুষ্ঠানে এসেছিলেন আমজাদ হোসেন, সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেত আলম খসরু প্রমুখ। ছিলেন পরীমনি, হৃদয় খান, পড়শি, গীতিকার কবির বকুল-অনেকেই।

গানগুলো গেয়েছেন এসআই টুটুল, হাবিব, হৃদয় খান, কোনাল, কিশোর, ইমরান, অর্চি ও লেমিস। সুর ও সঙ্গীতায়োজন হাবিব, হৃদয় খান ও ইমন সাহার। এস এ হক অলীক ও কবির বকুল লিখেছেন গানগুলো।

ছবিটি পরিচালনা করেছেন এসএ হক অলীক। শাকিব খান ও পরিমনি জুটির প্রথম ছবি এটি।



বাংলাদেশ সময় : ২০৩৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।