ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

জিৎ আসবেন, মাহিও থাকবেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
জিৎ আসবেন, মাহিও থাকবেন জিৎ ও মাহিয়া মাহি

বাংলাদেশি চলচ্চিত্র এর আগে জিৎকে পায়নি। এবার পাবে।

কানাঘুষা চলছিলো, সৈকত নাসিরের ‘ওয়ারিশ’-এ কাজ করবেন জিৎ। সঙ্গে মাহিয়া মাহি। খবরটি ভারতেরও কয়েকটি গণমাধ্যমে এসেছে গুঞ্জন হিসেবে। বিষয়টি ঘোলাটে ছিলো, সৈকত নাসির স্পষ্ট করলেন- ‘ঘটনা সত্যি’।

তিনি বাংলানিউজকে বলছেন, ‘আমার সঙ্গে জিতের কথা হয়নি। তবে যে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি করছে, জাজ মাল্টিমিডিয়া, তারা আমাকে নিশ্চিত করেছে যে, জিৎ এ ছবিতে অভিনয় করছে। ’ তবে ‘ওয়ারিশ’ শুধু সৈকত নাসিরের ছবি হয়ে উঠবে না। সঙ্গে আরও একজন পরিচালক থাকবেন- জাকির হোসেন রাজু।

জাজ মাল্টিমিডিয়ার সাম্প্রতিক ছবিগুলোর মতো এটিও যৌথ প্রযোজনার। সঙ্গে রয়েছে ওপার বাংলার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। ‘ওয়ারিশ’ নিয়ে বেশ লম্বা পরিকল্পনা ফেঁদেছে এ দুই প্রযোজনা প্রতিষ্ঠান। দৃশ্যধারণই শুরু হবে ২০১৬ সালের মার্চে। মুক্তি পাবে আগামী কোরবানির নয়, রোজার ঈদে।



বাংলাদেশ সময়: ২০৪৩ ঘন্টা, আগস্ট ৪, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।