ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

সালমানের নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
সালমানের নতুন গান সালমান খান

আবার সুরের জাদ‍ু ছড়াবেন বলিউড অভিনেতা সালমান খান। নিজের প্রযোজিত ‘হিরো’ ছবিতে গান গেয়েছেন তিনি।

গানটির শিরোনাম ‘ম্যায় হু হিরো তেরা’। গানটি কম্পোজ করেছেন অমল মালিক।

ইতিমধ্যে গান গাওয়া অবস্থায় তার একটি স্থিরচিত্র প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে কালো টি-শার্ট গায়ে, কানে হেডফোন দিয়ে গানের রেকর্ডিং করছেন বলিউডের এই অভিনেতা।

এটাই প্রথম নয়, এর আগে ২০১৪ সালে ‘কিক’ ছবিতে ‘হ্যাঙ্গওভার’ গানটি গেয়েছিলেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।  

নিখিল আদভানি পরিচালিত ‘হিরো’ ছবিতে অভিনয় করেছেন স‍ুরজ পাঞ্চোলি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সুনীল শেঠির মেয়ে আথিয়া। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১১ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।