ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

অনুপমকে চট্টগ্রামে আনছে তালাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
অনুপমকে চট্টগ্রামে আনছে তালাশ অনুপম রায়

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় সংগীত পরিবেশন করতে আবার বাংলাদেশে আসছেন। আগামী ২৮ আগস্ট চট্টগ্রামে এসে পৌঁছাবেন তিনি।

পরদিন এস.এস. খালেদ সড়কের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে হবে এই কনসার্ট।

অনুপমকে নিয়ে আসছে তালাশ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। কলকাতা ভিত্তিক প্রতিষ্ঠানটি এর আগে দিল্লি ও ভারতের পূর্বাঞ্চলে অনেক ফ্যাশন শো, কনসার্ট ও বহুজাতিক প্রতিষ্ঠানের অনুষ্ঠান আয়োজন করেছে। প্রতিষ্ঠানটি ২০১২ সালে বাংলাদেশেও যাত্রা শুরু করে। সে সময় ওপারের ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল প্রথমবার ঢাকায় শো করেছিলেন। এরপর অরিজিৎ সিংয়ের কনসার্টও সমন্বয় করেছেন তারা।

গত চার বছরে প্রতিষ্ঠানটি অর্ধশত টিভি, ক্লাব ও অন্যান্য অনুষ্ঠান আয়োজন করেছেন। তাদের অনুষ্ঠান সাজানোর দায়িত্ব পালন করেন পেশাদার ক্রিয়েটিভ ডিরেক্টর। ভারত ও বাংলাদেশে বেশকিছু বিজ্ঞাপনচিত্রও প্রযোজনা করেছেন তারা। এখন সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ এবং মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’ ছবির সঙ্গে যুক্ত রয়েছে তালাশ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

তালাশের ব্যবস্থাপনা পরিচালক হিরক দাশগুপ্ত বাংলানিউজকে বলেন, ‘দুই বাংলার মধ্যে সত্যিকারের সাংস্কৃতিক বিনিময়ের সেতুবন্ধনে কাজ করছি আমরা। বাংলাদেশি সংগীতশিল্পী ও অভিনয়শিল্পীদের প্রচারণা করতে চাই ভারতে। এরই মধ্যে বাংলাদেশ থেকে আমরা অনেক সংগীতশিল্পীকে নিয়ে ভারতে অনুষ্ঠান করেছি। এর মধ্যে গর্বের সঙ্গে বলতে পারি নগরবাউল জেমসের কথা। ’

তালাশ জানিয়েছে, চট্টগ্রামে অনুপমের পাশাপাশি আসছেন ওপারের গায়িকা পরশমিতা পল। ২৯ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সংগীত পরিবেশন করবেন তারা। এর পরদিনই যন্ত্রশিল্পীদের নিয়ে কলকাতায় ফিরে যাবেন দু’জনে।



বাংলাদেশ সময় : ১৩২৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।