ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন জ্যাকুলিন জ্যাকুলিন ফার্নান্দেজ

নিজের ও অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। চলতি বছরের আইফা পুরস্কার বিতরণী অনুষ্ঠ‍ানের সময় দুজনের ঘনিষ্ঠতা নিয়ে নানা রকম গুঞ্জন চলছিলো।

তবে সে সময় এ বিষয় নিয়ে কোনোও মন্তব্য করেননি জ্যাকুলিন।

এ বিষয়ে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ‘আমি ও অর্জুন শুধুমাত্র ভালো বন্ধু। আমাদের মাঝে মাঝেই একসঙ্গে দেখা গিয়েছে। এই নিয়ে অনেক কিছুই কানে আসে বটে। কিন্তু সেটা সত্যি নয়। আমরা শুধুই ভালো বন্ধু। ’

জ্যাকুলিন ফার্নান্দেজ এখন ব্যস্ত সময় পার করছেন তার নতুন ছবি ‘ব্রাদার্স’-এর প্রচারণা নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মালহোত্রা। ছবিটি মুক্তি পাবে ১৪ আগস্ট।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।