ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

সাতক্ষীরায় যাত্রা ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
সাতক্ষীরায় যাত্রা ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: বাংলাদেশ যাত্রা ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সম্মেলনে ইছাহাক আলী সানা সভাপতি ও বকুল হায়দার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সম্মেলনে ইছহাক আলী সানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাতক্ষীরা ফ্রেন্ডস ড্রামেটিক ক্লাবের সাধারণ সম্পাদক ছাইফুল করিম সাবু।

সেখানে আরও বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা এম.এ আব্দুল খালে, বাংলাদেশ যাত্রা ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বকুল হায়দার, হাসান কবির শাহীন, অজয় সরকার, এসএম শফি, বদরুল আলম দুলাল, মফিজ উদ্দীন, শহিদুল ইসলাম, মাস্টার শফিকুল ইসলাম, প্রাণনাথ, প্রভাস চ্যাটার্জি, নাট্যকার একোব্বর হোসেন প্রমুখ।

সম্মেলনের ২য় পর্বে ইছাহাক আলী সানাকে সভাপতি ও বকুল হায়দারকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ যাত্রা ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।



বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।