ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

এহ্সান কবিরের ‘যাক না হারিয়ে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
এহ্সান কবিরের ‘যাক না হারিয়ে’ এহ্সান কবির

গত ভালোবাসা দিবসে বাজারে আসে মিশ্র অ্যালবাম ‘খুঁজি তোমায়’। এতে ছিলো এহ্সান কবিরের গান।

মূলত ওই অ্যালবাম দিয়েই এহ্সানকে চিনেছে শ্রোতারা। তিনি এবার একক অ্যালবাম নিয়ে এলেন। নাম ‘যাক না হারিয়ে’।

এটি তার প্রথম একক। অ্যালবামে গান রয়েছে ১০টি। চারটি দ্বৈত। এগুলোতে এহ্সানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রমি, মিতু, রোজলিন ও লুবনা। গান লিখেছেন তমাল হাসান, মামুন রনি, রিজভী জয়, হিরেন্দ্রনাথ মৃধা, ইন্দ্রনীল ছেত্রী ও ফারহান দিগন্ত। একটি গানের কথা ও সুর বিজন বিশ্বাসের। বাকিগুলোর সুর করেছেন তমাল হাসান।

‘যাক না হারিয়ে’ অ্যালবামের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলানিউজ ও রেডিও টুডে। এহ্সান কবির বর্তমানে ওস্তাদ সঞ্জীব দের কাছে উচ্চাঙ্গ সংগীতের তালিম নিচ্ছেন।



বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।