ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

তাদের কণ্ঠে রবি ঠাকুরের কবিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
তাদের কণ্ঠে রবি ঠাকুরের কবিতা

মুনিরা ইউসুফ মেমী ও আরমান পারভেজ মুরাদ- দু’জনেই অভিনয়ের মানুষ। তারা আবৃত্তিও করেন।

এটিএন বাংলার ‘মৌন মুখর শব্দাবলী’ অনুষ্ঠানে শোনা যাবে তাদের আবৃত্তি, দেখা যাবে তাদেরকে। অনুষ্ঠানে শুধু এ দু’জন নয়। থাকবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শারমিন লাকি, কাজী আরিফ ও মাহিদুল ইসলাম। বাচিক শিল্পে তারা সবাই পরিচিত মুখ।

‘মৌন মুখর শব্দাবলী’ অনুষ্ঠানে থাকবে শুধুই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। ৭ আগস্ট সকাল ১১টা ১০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। পরিচালনা করেছেন সেলিম দৌলা খান।



বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।