ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

দিতি সুস্থ, দেশে ফিরবেন শিগগিরই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
দিতি সুস্থ, দেশে ফিরবেন শিগগিরই ছবি : দিতি/নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রায় দু’সপ্তাহ হতে চললো দিতি হাসপাতালে। গত ২৯ জুলাই দুপুরে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়।

তবে এখনও দেশে ফেরেননি জনপ্রিয় এই অভিনেত্রী, রয়েছেন চেন্নাইয়ে। ভক্ত, অনুরাগী, সহকর্মীরা সর্বক্ষণ প্রার্থনা করছেন, শুভকামনা জানাচ্ছেন; তিনি যেন সুস্থ শরীরে দেশে ফিরে আবার কাজে ফেরেন। সুখবর হচ্ছে, দিতি এখন বেশ সুস্থ।

চেন্নাই থেকে তার মেয়ে লামিয়া চৌধুরী আজ শুক্রবার (৭ আগস্ট) ভোরে জানিয়েছেন, ‘মা গতকাল স্বাভাবিক খাবার খেতে পেরেছেন। গোসল করেছেন, আড্ডা দিয়েছেন অনেকক্ষণ। জানালায় দাঁড়িয়ে চেন্নাইয়ের সূর্যাস্তও দেখেছেন। খুব তাড়াতাড়ি আমরা দেশে ফিরবো। ’

ব্রেন টিউমারে ভুগছিলেন দিতি। চিকিৎসার উদ্দেশ্যে গত ২৬ জুলাই ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। অস্ত্রোপচার হয় ওখানকার মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমালজিতে (এমআইওটি)।




বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।