ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

রোমানার গায়ে হলুদে টনি ডায়েস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
রোমানার গায়ে হলুদে টনি ডায়েস (বাঁ থেকে) টনি ডায়েস, এলিন রহমান, রোমানা ও প্রিয়া ডায়েস

টনি ডায়েস অভিনয় ছেড়ে, দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছেন অনেক আগেই। ওখানে স্থায়ী হয়ে গেছেন রোমানাও।

এবার বিয়ে করে সংসারও গড়ছেন মার্কিন মুলুকে। জনপ্রিয় এই অভিনেত্রী বিয়ে করছেন আমেরিকা প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে। তার বিয়ের আয়োজনে টনি ডায়েস থাকবেন না, তা কী হয়? তার ওপর তারা থাকেন একই শহরে।

স্ত্রী প্রিয়া ডায়েসকে সঙ্গে নিয়ে টনি তাই যোগ দিলেন রোমানার গায়ে হলুদে। হবু দম্পতির সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্টও করেছেন তিনি। অনুষ্ঠানে এসেছিলেন মডেল-অভিনেত্রী মিলা হোসেনও।

৭ আগস্ট নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন রোমানা। এর আগে তিনি উপস্থাপক আনজাম মাসুদকে বিয়ে করেছিলেন। সেটা টেকেনি। আনজামের সঙ্গে বিচ্ছেদের পর সংসার গড়েন সাজ্জাদ নামে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে। রোমানা তৃতীয় হলেও এলিন রহমানের এটি দ্বিতীয় বিয়ে।




বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।