ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ঘরওয়ালি গানও গায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
ঘরওয়ালি গানও গায়

সাঈদ বাবু ও টুম্পার টোনাটুনির সংসার। বাবু অভিনয় করেন, তার টুম্পা ঘর সামলান।

আরও একটি কাজ করেন অবশ্য। ‘প্রচুর গান গায়’- বাবু বলছিলেন। অবশ্যই সেটা ঘরে, গুনগুন করে। তবে ‘গোপন কথাটি রবে না গোপনে’, প্রতিভা তো অবশ্যই নয়। তাই টুম্পারও ‘গুনগুন’ একসময় সুরে রূপ নিলো, বসলো কথা, সংগীত। রেকর্ডিংও হলো। এবার কানে কানে ছড়িয়ে যাওয়ার পালা।

প্রথমবারের মতো টুম্পা নিজের গানে কণ্ঠ দিয়েছেন। দ্বৈত গান। তার সঙ্গে গেয়েছেন শাহরিদ বেলাল। গানটির কথা ও সুর বেলালেরই। সংগীতায়োজনে রেজওয়ান শেখ। ‘মেঘ জমেছে’ শিরোনামের গানটি একটি মিশ্র অ্যালবামেও ঠাঁই পেয়েছে। অ্যালবামের নাম ‘মন বুঝিস না তুই’। সংগীতা থেকে শিগগিরই বাজারে আসবে এটি।



বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।