ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

জ্যাকলিনকে মা হতে রাজি করিয়েছেন সালমান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
জ্যাকলিনকে মা হতে রাজি করিয়েছেন সালমান! জ্যাকলিন ফার্নান্দেজ ও সালমান খান

বয়স সবে ২৯ বছর, এখনই মায়ের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেলে শঙ্কায় থাকবেন যে কোনো অভিনেত্রী। জ্যাকলিন ফার্নান্দেজও তাই উদ্বিগ্ন ছিলেন।

করণ জোহর প্রযোজিত ‘ব্রাদার্স’ ছবিতে তবুও মা হয়ে পর্দায় আসছেন তিনি। এ কারণে চমকে গেছেন অনেকে। বলিউডের এই অভিনেত্রী জানালেন, পর্দায় মা হতে তাকে রাজি করিয়েছেন সালমান খান।

জানা গেছে, ‘ব্রাদার্স’-এ কাজ করার প্রস্তাব পেয়ে ছবিটি নিয়ে সল্লুর সঙ্গে আলোচনা করেন জ্যাকলিন। ‘কিক’ ছবির সহশিল্পীর উৎসাহ পেয়ে পর্দায় মা হতে আর সংকোচ করেননি তিনি। চরিত্রটি ক্যারিয়ারকে আরও চাঙ্গা করে দিতে পারে- তার কানে কানে ঠিক এই মন্ত্র দিয়েছিলেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।

ছবিটিতে জেনি ফার্নান্দেজ চরিত্রে দেখা যাবে জ্যাকলিনকে। তিনি বলেছেন, ‘সালমান খানের মন্তব্য ছিলো, অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রমাণের জন্য চরিত্রটি আমার কাছে একটা সুযোগ হয়ে এসেছে। মা হলেই গ্ল্যামার আর স্টাইলি চলে যাবে, এমন দুশ্চিন্তা করারও কোনো কারণ নেই বলে উৎসাহ দিয়েছেন তিনি। এ ধরনের চরিত্রে যদি কাজ করি তাহলে আমার অভিনেত্রী পরিচয়ের প্রসার হবে। চরিত্রটি আমি ফুটিয়ে তুলতে পারবো এই আস্থা রাখায় করণ (জোহর) ও সালমানের কাছে আমি কৃতজ্ঞ। ’

করণ মালহোত্রা পরিচালিত ‘ব্রাদার্স’ মূলত হলিউডের ‘ওয়ারিয়র’ ছবির রিমেক। এতে দুই ভাইয়ের ভূমিকায় আছেন অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মালহোত্রা। তাদের বাবা চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ। তাকেও চরিত্রটি নির্বাচনে উদ্বুদ্ধ করেছেন সালমান। ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট।

বাংলাদেশ সময় : ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।