ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

এবার চলচ্চিত্রে হুমায়ূনপুত্র নুহাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
এবার চলচ্চিত্রে হুমায়ূনপুত্র নুহাশ নুহাশ

কাহিনির একটি বড় অংশজুড়ে আছে হুমায়ূন আহমেদের পরিবার। নুহাশকে তাই দরকার হয়-ই।

আশুতোষ সুজনের ছবি ‘আমার বাবা’য় অভিনয় করবেন নুহাশ আহমেদ। ছবিটিতে নিজের চরিত্রেই অভিনয় করবেন তিনি।

গত ডিসেম্বরে মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন নুহাশ। ওটাই তার প্রথম এবং একমাত্র পর্দা উপস্থিতি। ‘আমার বাবা’ হবে নুহাশের প্রথম অভিনয়।

এরই মধ্যে পিরোজপুরের বিভিন্ন লোকেশনে ছবিটির প্রথম ধাপের দৃশ্যধারণ হয়েছে। অক্টোবরে শুরু হবে দ্বিতীয় ধাপের কাজ। তখনই ক্যামেরার সামনে দাঁড়াবেন নুহাশ। এছাড়াও ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মৌসুমী।



বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।