ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

উডি অ্যালেনের ছায়ায় এবার ক্রিস্টেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
উডি অ্যালেনের ছায়ায় এবার ক্রিস্টেন উডি অ্যালেন ও ক্রিস্টেন স্টুয়ার্ট

উডি অ্যালেনের ছবিতে কাজ করেন হলিউডের রূপবতীরা। এ তালিকায় এরই মধ্যে যুক্ত হয়েছেন পেনোলোপি ক্রুজ, মারিয়ান কঁতিয়ার, কেট ব্ল্যানচেট, স্কারলেট জোহানসন, এমা স্টোন।

এবার উডি শিবিরে ঢুকলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। তার আগামী ছবিতে অভিনয়ের জন্য ডাক পেলেন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী।

নাম চূড়ান্ত না হওয়া ছবিটিতে ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন ছাড়াও থাকছেন হলিউডের প্রথম সারির অনেকে। তারা হলেন- ব্রুস উইলিস, জেসি আইজেনবার্গ, ব্লেক লাইভলি, পার্কার পোজি, কোরি স্টোল। সব মিলিয়ে তারকার ছড়াছড়ি। তাদের মধ্যে জেসির সঙ্গে এ নিয়ে তৃতীয়বার অভিনয় করবেন ক্রিস্টেন।

চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছবিটির দৃশ্যায়ন শুরু হবে। বহুদিন পর উডি আবার এই শহরে কাজ করতে যাচ্ছেন। শুটিং নিয়ে নানান জটিল নিয়ম-কানুন থাকায় ‍নিউইয়র্কে আর কাজ করবেন না বলে ঠিক করেছিলেন ৭৯ বছর বয়সী এই তারকা। অবশ্য তার নতুন ছবির কিছু কাজ হবে লসঅ্যাঞ্জেলেসেও।

বাংলাদেশ সময় : ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।