ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ইউটিউবে সালমানের গাওয়া নতুন গানের ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
ইউটিউবে সালমানের গাওয়া নতুন গানের ভিডিও (বাঁয়ের ছবিতে) আথিয়া শেঠি ও সুরুজ পাঞ্চোলি, (ডানে) গাইছেন সালমান খান

‘হ্যাংওভার’ গেয়ে ভক্তদের সুরের সুরায় হ্যাংওভার করে দিয়েছিলেন সালমান খান! আবার গান গেয়ে শ্রোতাদের মন কাড়লেন তিনি। তার গাওয়া ‘ম্যায় হু তেরা হিরো’ গানটির ভিডিও ইউটিউবে একদিন না পেরোতেই দেখা হয়ে গেছে ৬০ হাজার বারেরও বেশি।



সালমান কান ফিল্মস প্রযোজিত ‘হিরো’ ছবির গান এটি। এর মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করলেন সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি আর আদিত্য পাঞ্চোলির ছেলে সুরুজ পাঞ্চোলি। যশরাজ স্টুডিওতে সালমানের রেকর্ডিং করার দৃশ্যের সঙ্গে গানটির ভিডিওতে যুক্ত হয়েছে সুরুজ-আথিয়া অভিনীত কিছু দৃশ্য।

গানটির কথা লিখেছেন কুমার, সুর ও সংগীত পরিচালনা করেছেন আনু মালিকের মেয়ে আমাল মালিক। ছবিটি মুক্তি পাবে আগামী ১১ সেপ্টেম্বর। এটি হলো সুভাষ ঘাই পরিচালিত ১৯৮৩ সালের হিট ছবি ‘হিরো’র রিমেক। নতুন ছবিটি পরিচালনা করেছেন নিখিল আদভানি।

* ‘ম্যায় হু হিরো তেরা’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।