ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ঐশী ও স্মরণের জিপিএ-৫, পড়শি পেলেন এ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
ঐশী ও স্মরণের জিপিএ-৫, পড়শি পেলেন এ (বাঁ থেকে) পড়শি, স্মরণ ও ঐশী

এবারের এইচএসসি পরীক্ষায় কণ্ঠশিল্পী জিপিএ-৫ অর্থাৎ এ-প্লাস পেয়েছেন ঐশী ফাতিমা তুজ জাহরা ও নোশিন তাবাসসুম স্মরণ। আর সাবরিনা পড়শি পেয়েছেন ৪.৬৭ অর্থাৎ এ।

তাদের মধ্যে পড়শি ও স্মরণ দু'জনই রাজধানীর ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী ছিলেন। আর ঐশী পরীক্ষা দিয়েছিলেন নোয়াখালী সরকারি কলেজ বিজ্ঞান বিভাগ থেকে।

তিন গায়িকাই সুসংবাদটি ফেসবুক নিজ নিজ অ্যাকাউন্টে ভক্ত ও অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করেছেন। পড়শি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। নিজের ফলাফল নিয়ে আমি খুবই খুশি। আর অ্যাকাউন্টিং করতে হবে না! দারুণ লাগছে। ’

সিঙ্গাপুর থেকে স্মরণ লিখেছেন, ‘আজ (৯ আগস্ট) এইচএসসির ফলাফল ঘোষণা করা হলো। আমি জিপিএ-৫ পেয়েছি। এটা আমার জন্য সত্যিকার অর্থেই উপভোগ্য ব্যাপার। আজ সিঙ্গাপুরের ৫০ বছর পূর্তি হলো। এই দিনটি আমার ভালো ফলাফলের খবর নিয়ে উদযাপন করছি। প্রথমেই ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে। এরপর মা-বাবাকে ধন্যবাদ দেবো। আমার আত্মীয়স্বজনদেরকেও ধন্যবাদ। আমার শিক্ষকদের কাছে অনেক কৃতজ্ঞ, যারা আমার পাশে সবসময় ছিলেন। বন্ধুরা আমার জন্য দোয়া করো। ’

ঐশী লিখেছেন, ‘আজ (৯ আগস্ট) এইচএসসির রেজাল্ট ঘোষণা করা হলো। আমি জিপিএ-৫ পেয়েছি। আলহামদুলিল্লাহ। খুশি। খুশি। খুশি! এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ’

পড়শি ও স্মরণ পরিচিতি পেয়েছেন চ্যানেল আইয়ের সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান ‘ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে। আর মোবাইল ফোন প্রতিষ্ঠান রবি আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে গানে নাম লেখান ঐশী। চলতি বছরের শুরুর দিকে ইমরানের সুর ও সংগীতায়োজনে তার প্রথম একক অ্যালবাম 'ঐশী এক্সপ্রেস' বাজারে আসে।

বাংলাদেশ সময় : ২৩৩৩ ঘণ্টা, ৯ আগস্ট ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।