ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ের পর ৫০ লাখ ডলারের চুক্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
বিয়ের পর ৫০ লাখ ডলারের চুক্তি জেনিফার অ্যানিস্টন

জেনিফার অ্যানিস্টন এখন বোরা বোরা দ্বীপে জাস্টিন থেরাক্সের সঙ্গে মধুচন্দ্রিমা উদযাপন করছেন। চলতি মাসের শুরুতে পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছেন তারা।

বিয়ের পরপরই এয়ারলাইন প্রতিষ্ঠান এমিরেটসের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন অ্যানিস্টন।

জানা গেছে, বিশ্বজুড়ে এমিরেটসের টিভি ও পত্রিকা বিজ্ঞাপনে দেখা যাবে অ্যানিস্টনকে। বিনিময়ে ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী পাচ্ছেন মোটা অঙ্কের টাকা। অঙ্কটা ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩৮ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ২৫০ টাকা!

কিছুদিন আগে এমিরেটসের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ইতিহাদ এয়ারওয়েজের বিজ্ঞাপনে কাজ করেন হলিউডের আরেক অভিনেত্রী নিকোল কিডম্যান।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।