ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

গুরুর সঙ্গে সালমার অ্যালবাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
গুরুর সঙ্গে সালমার অ্যালবাম সালমা/ ছবি : নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাউল শফি মণ্ডলকে সালমা গুরু হিসেবেই মানেন। সাত-আট বছর বয়স থেকেই সালমা তার কাছে গান শেখেন, শিখছেন এখনও।

সম্পর্কটা এখন শুধু গুরু-শিষ্য নয়, আরও বেশিকিছু। বাবা-মেয়ের মতোই। সালমার অনেক গানের পেছনে শফি মন্ডলের প্রচেষ্টা আছে। তার কথা-সুরে সালমা গান গেয়েছেন, আছে দু’জনের দ্বৈতও। এবার অ্যালবামই বের হচ্ছে।

শফি মণ্ডলের সঙ্গে দ্বৈত অ্যালবাম করছেন সালমা। ১০টি গান থাকবে তাতে। পাঁচটি শফি মণ্ডলের, পাঁচটি সালমার। গানগুলো প্রস্তুত। লক্ষ্য- আগামী কোরবানির ঈদ। ঈদেই বাজারে আসবে অ্যালবামটি। তবে এর নাম এখনও ঠিক করে উঠতে পারেননি সালমা। তিনি বললেন, ‘গুরু দেশের বাইরে আছে। ৫-৬ দিন পর ফিরবেন। তারপরই আলোচনা করে নাম ঠিক করা হবে। ’

এ ছাড়া সালমা আরেকটি একক অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন। ওটারও একই অবস্থা, নাম ঠিক হয়নি। ৩-৪টি ছাড়া বাকি গানগুলো প্রস্তুত। তিনি বলছেন, ‘নতুন করে আবার একটি ইচ্ছে জাগলো। মিউজিক ভিডিও করার। ’ কয়েকটি মিউজিক ভিডিও করার পরিকল্পনা সাজাচ্ছেন সালমা। ঈদের আগে ওগুলোও প্রকাশ করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।