ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

মৌসুমী আবার প্রযোজক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
মৌসুমী আবার প্রযোজক মৌসুমী/ ছবি : নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবির নাম ‘আমি এতিম হতে চাই’। এটা দিয়েই আবার প্রযোজকের আসনে বসে পড়ছেন মৌসুমী।

চালু করছেন তার প্রযোজনা প্রতিষ্ঠান কপোতাক্ষ চলচ্চিত্র। এতে ওমর সানি থাকবেন নায়ক। আর তার সহশিল্পী হিসেবে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। ওমর সানি জানিয়েছেন, আগামী ২৯ অক্টোবর ছবিটির মহরত হবে।

তবে ‘আমি এতিম হতে চাই’ কে পরিচালনা করবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে কথা চলছে ওয়াজেদ আলী সুমন নির্মাণ করবেন এটি। তবে তিনি এখনও চুক্তিবদ্ধ হননি। ওমর সানি বলছেন, ‘অনেক কিছুই এখনও চূড়ান্ত নয়। তবে এটা সত্যি যে, ছবিটি হচ্ছে। ’

১৯৯৭ সালে ‘গরীবের রানী’ দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কপোতাক্ষ চলচ্চিত্র শুরু করেছিলেন মৌসুমী। তার প্রযোজিত শেষ ছবি ছিলো ‘মেঘের পরে মেঘ’।



বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।