ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

কবরীর ছবিতে সৌমিত্র-মমতা-আলমগীর এবং শ্রেয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
কবরীর ছবিতে সৌমিত্র-মমতা-আলমগীর এবং শ্রেয়া (বাঁ থেকে) কবরী, সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর, আলমগীর ও শ্রেয়া ঘোষাল

আবারও পরিচালনায় নামছেন কবরী। ছবির নাম ‘এই তুমি সেই তুমি’।

দুই প্রজন্মের দুই জুটির গল্প। কবরী-আলমগীর একটি জুটি। বাকি থাকলো এই প্রজন্ম। এজন্য নিয়েছেন আরিফিন শুভকে। কিন্তু নায়িকা? অনেকদিন ধরেই খুঁজেছেন। কিন্তু শুভর সঙ্গে, চিত্রনাট্যের সঙ্গে মানানসই, একই সঙ্গে পেশাদার কারও দেখা তিনি পাননি। বাধ্য হয়ে তাই ছুটেছেন ওপার বাংলায়।

গত ৫ আগস্ট কলকাতায় গিয়েছিলেন কবরী। নায়িকাসহ ছবিটির অন্যান্য অভিনয়শিল্পী চূড়ান্ত করে কবরী দেশে ফিরেছেন সম্প্রতি। এতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শঙ্কর অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি। জানাচ্ছেন না কেবল শুভর নায়িকা হিসেবে কে থাকছেন। জানাবেন, তবে ক’দিন পরে।

‘এই তুমি সেই তুমি’ দুই বাংলার গল্প, কিন্তু যৌথ প্রযোজনা নয়। গল্পে স্থান পেয়েছে কলকাতা। বাংলাদেশ ছাড়াও হায়দরাবাদসহ ভারতের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হবে।

কবরীর ছবিতে গান তো থাকবেই। তিনি জানিয়েছেন, শ্রেয়া ঘোষাল এ ছবির জন্য দুটি গান গাইতে পারেন। শ্রেয়ার জন্য গানগুলো তৈরি করা হবে এ দেশেই।



বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।