ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

সারিকার সংসারের বছর পার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
সারিকার সংসারের বছর পার বিবাহবার্ষিকীতে সারিকা ও মাহিম করিম

মডেল-অভিনেত্রী সারিকা ও ব্যবসায়ী মাহিম করিম প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করলেন গতকাল সোমবার। এদিন রাজধানীর বুঙ্কা সিক্স সিজনস হোটেলে কেক কেটেছেন দু’জনে।

এরপর করেছেন নৈশভোজ।

গত বছরের ৪ এপ্রিল সারিকা ও মাহিমের আকদ অনুষ্ঠিত হয়। এরপর ১০ আগস্ট রাতে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আনুষ্ঠানিকভাবে এক হয় তাদের চারহাত।

চলতি বছরের ৪ মে কন্যাসন্তানের মা হন সারিকা। মেয়েকে নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। বিয়ে, সন্তান ও সংসারে মনোযোগী হওয়ায় অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন এই তারকা।

* সারিকা ও তার কন্যাসন্তানের ছবিটি তুলেছেন- নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম


বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।