ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সালমান শাহকে দেশজুড়ে ভক্তদের স্মরণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
সালমান শাহকে দেশজুড়ে ভক্তদের স্মরণ সালমান শাহ

দেশীয় চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহকে শ্রদ্ধাভরে স্মরণ করলো তার ভক্তরা। গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানী-সহ দেশের বিভিন্ন জেলায় তার আত্মার শান্তি কামনা করেন তারা।

এদিন ছিলো স্বপ্নের এই নায়কের ১৯তম মৃত্যুবার্ষিকী।

সালমানের ভক্ত বিবি খাদিজা কুহু বাংলানিউজকে জানান- ঢাকা, যশোর, সিলেট, ব্রাক্ষ্মণবাড়িয়ার ভক্তরা এলাকা ভিত্তিক উদ্যোগ নিয়েছিলো। এর মধ্যে ছিলো কোরআন তেলাওয়াত ও মিলাদ।

১৯ বছর ধরে সালমান শাহকে স্মরণ করছেন ভক্তরা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ভক্তদের কাঁদিয়ে তিনি চলে যান না ফেরার দেশে। এ খবর পেয়ে সে সময় শোকে আত্মহত্যাও করেন কয়েকজন ভক্ত।

বাংলাদেশ সময় : ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।