ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়ার ফিরে আসার প্রথম গান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
ঐশ্বরিয়ার ফিরে আসার প্রথম গান (ভিডিও) ঐশ্বরিয়া রাই বচ্চন

‘জাজবা’র মাধ্যমে পাঁচ বছর পর রূপালি পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এরই মধ্যে এর ট্রেলার মুক্তি পেয়েছে।

ইউটিউবে ছাড়া হয়েছিলো এর একটি গানের দুটি অংশবিশেষ। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) উন্মুক্ত হলো ‘বন্দেয়া’ শিরোনামের গানটির পুরো ভিডিও।

সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘জাজবা’য় ৪১ বছর বয়সী ঐশ্বরিয়াকে দেখা যাবে আইনজীবীর ভূমিকায়। এক সন্ত্রাসীকে কারাগার থেকে ছাড়িয়ে আনার বিনিময়ে অপহৃত মেয়েকে ফিরে পাওয়ার শর্ত দেওয়া হয় তাকে। এমন পরিস্থিতিতে পড়লে যে কোনো মা বিচলিত হয়ে পড়বেন। ‘বন্দেয়া’ গানটির মাধ্যমে অ্যাশের চোখে-মুখে উঠে এসেছে নির্জনে বসে থাকা একজন নারীর আবেগ আর দুঃখী ছায়া। এখানে তিনি পরেছেন কালো রঙা লম্বা কোট।

গানটি গেয়েছেন জুবিন নটিয়াল। সুর ও সংগীত পরিচালনায় আমজাদ-নাদিম। ছবিটিতে আরও অভিনয় করেছেন ইরফান খান, শাবানা আজমি, জ্যাকি শ্রফ ও অনুপম খের। ‘জাজবা’ মুক্তি পাবে আগামী ৯ অক্টোবর।

* ‘বন্দেয়া’ গানের ভিডিও :


* ‘জাজবা’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।