ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জন এবার ক্রিকেটার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
জন এবার ক্রিকেটার জন কবির

জন কবিরের হাতে গিটার দেখেই অভ্যস্ত দর্শক। তার হাতে যদি উঠে আসে ক্রিকেট ব্যাট! নেমে পড়েন বাইশ গজে! চার-ছক্কা পিটিয়ে মাত করেন! কেমন হয়? জন-ভক্তদের জন্য সেটা নিশ্চয়ই খুব আকর্ষণীয় কিছু হবে।



অবশ্য খেলোয়াড় হিসেবে জনকে আগেও দেখা গেছে। শাফায়েত মনসুর রানার ‘অতঃপর’ নাটকে। তবে ওই নাটকে তিনি ছিলেন টেনিস খেলোয়াড়। একই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করছেন নতুন একটি নাটক। সেটিতে ক্রিকেটার চরিত্রে অভিনয় করবেন জন।

৯ সেপ্টেম্বর থেকে এর দৃশ্যধারণ শুরু হবে আশুলিয়ার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এতে জনের সঙ্গে অভিনয় করবেন অপর্ণা ঘোষ। তবে নাটকটির নাম এখনও চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।