ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

এ এক রুদ্ধশ্বাস লড়াই!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
এ এক রুদ্ধশ্বাস লড়াই!

যে বাচ্চা মেয়েটিকে চোখে কালো কাপড় বেঁধে ফেলে রাখা হয়েছে, নিয়ে যাওয়া হচ্ছে মাথায় অস্ত্র ঠেকিয়ে; ওর ব্রেন টিউমার ধরা পড়েছে ক’দিন আগে। পাশে থেকেও নিরুপায় ওর বড় বোনটা।

দু’জনই চক্রের হাতে বন্দি। আছে আরও একটা মেয়ে। মেডিকেলের ছাত্রী ছিলো। চক্রের ঘোরে পড়ে সে-ও আজ পাচারকারীদের শিকার।

এ তো গেলো গল্পের কথা! যদি বাস্তবে উঠে আসা হয়, তবে সে চিত্রটিও ভয়ংকর। অমানবিক। প্রতিদিনই পাচার হয়ে যাচ্ছে অসংখ্য নারী-শিশু। ওদেরকে ঠেলে দেওয়া হচ্ছে পতিতালয়ে, উটের জকি হিসেবে পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যে। শরীরের রক্ত, অঙ্গ-প্রত্যঙ্গ, মাথার খুলি, কঙ্কাল- বেচে দেওয়া হচ্ছে।

পুরো চিত্রটি সচেতন দৃষ্টি দিয়ে তুলে এনেছেন ওয়াহিদ আনাম। নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, অর্চিতা স্পর্শিয়া, শতাব্দী ওয়াদুদ, মিশু সাব্বির, শম্পা হাসনাইন, রাশেদ মামুন অপু- এদেরকে নিয়ে পুরো আট দিন দৌড়ে বেড়িয়েছেন বরিশাল, পিরোজপুর, কুয়াকাটা, উজিরপুর, লাল কাঁকড়ার চরে। নির্মাণ করেছেন টেলিছবি ‘চক্র’। ওয়াহিদ আনাম বলছেন, ‘চক্রে বাঁধা জীবনে মন্দ চক্রের বিরুদ্ধে এ এক রুদ্ধশ্বাস লড়াই!’

ঈদের তৃতীয়দিন দুপুর আড়াইটায় এনটিভিতে প্রচার হবে এটি। নির্মাতা জানিয়েছেন, তার আগে টেলিছবিটির একটি প্রিমিয়ার শো হবে।

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।