ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

চুম্বন দৃশ্যের বিরোধী সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
চুম্বন দৃশ্যের বিরোধী সালমান সালমান খান

পর্দায় চুম্বন দৃশ্যের বিরোধী সালমান খান। তার মতে, বলিউডের ছবিতে চুমুর দরকার নেই! এটা নাকি একেবারেই অপ্রয়োজনীয়।

তাই নিজের প্রযোজিত নতুন ছবি ‘হিরো’ থেকে চুম্বন দৃশ্য মুছে দিয়েছেন তিনি। তার মতে, পর্দায় কোনো চুম্বন দৃশ্যের প্রয়োজন নেই।

‘হিরো’ ছবির প্রচারণার অংশ হিসেবে আয়োজন করা হয় কনসার্ট। এখানেই খবরটি দেন সালমান। ৪৯ বছর বয়সী এই তারকা বলেন, ‘এ ছবিতে কোনো চুমুর দৃশ্য নেই। আমি নিজে কখনও এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করিনি। আমি মনে করি, অভিনয়শিল্পীরাও চুমুর দৃশ্যে অভিনয় করতে চায়নি। তাছাড়া অন্যদের চুমু খাওয়া দেখতে হবে কেনো? নিজেকেই নিজে চুমু দিন না!’

নিখিল আদভানি পরিচালিত এ ছবির মধ্য দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি এবং আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলি। ছবিটি মুক্তি পাবে আগামী ১১ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।