ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কাজের ফাঁকে স্কুলের পুরনো বন্ধুদের সঙ্গে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
কাজের ফাঁকে স্কুলের পুরনো বন্ধুদের সঙ্গে ইয়ামি গৌতম

ইয়ামি গৌতম এখন ব্যস্ত তার নতুন ছবি ‘সনম রে’ নিয়ে। ভারতের লাদাখ, পাটিয়ালা ও মুম্বাইয়ের পর এর শেষ ধাপের দৃশ্যধারণের জন্য কানাডায় যাচ্ছেন তিনি।

এজন্য দারুণ উচ্ছ্বসিত বলিউডের এই অভিনেত্রী। কারণ সেখানে স্কুলের পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পাবেন তিনি।

ইয়ামির বন্ধুরা এখন কানাডাপ্রবাসী। তাদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে যারপরনাই আনন্দিত তিনি। তার কথায়, ‘আমি ও আমার স্কুলের পুরনো বন্ধুরা মিলে প‍ুনর্মিলনের পরিকল্পনা করছি। অনেক বছর ওদের সঙ্গে দেখা হয় না। ’

যদিও কানাডায় বেশিরভাগ সময় লাইট, ক্যামেরা, অ্যাকশনের মধ্যেই থাকতে হবে ইয়ামিকে। এর ফাঁকে যেটুকু সময় পাবেন, বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াবেন ক্যালগারিতে। তার আশা, এই সফর কাছাকাছি না থাকা বন্ধুদের সঙ্গে দূরত্বটা ঘুচিয়ে দেবে।

চন্ডিগড়ে জন্ম আর বেড়ে ওঠা হলেও প্রথম ছবি ‘ভিকি ডোনার’ (২০১২) মুক্তির পর মুম্বাইয়ে চলে আসেন ইয়ামি। ‘সনম রে’ ছাড়াও তার হাতে এখন আছে ‘জুনুনিয়ত’ ছবিটি।

বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।