ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পুলিশগিরি আসছে ‘দাবানল’ হয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
পুলিশগিরি আসছে ‘দাবানল’ হয়ে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এক ‘দেশা দ্য লিডার’ দিয়েই নির্মাতা হিসেবে আলোচিত সৈকত নাসির। তিনি শুরু করবেন পরের ছবি ‘পুলিশগিরি’, সে খবর সবাই জেনে ফেলেছে ইতোমধ্যে।

১০ নভেম্বর থেকে শুরু হবে দৃশ্যধারণ। ৯ সেপ্টেম্বর সকালে সৈকত নাসির বাংলানিউজকে দিলেন নতুন খবর। ‘পুলিশগিরি’ আর এ নামে থাকছে না। পাল্টে যাচ্ছে। নতুন নাম ‘দাবানল’।

আরিফিন শুভ ও নুসরাত ফারিয়ার অভিনয় করার কথা ছবিটিতে। শুভ চুক্তিবদ্ধ হয়েছেন গতমাসের শেষের দিকে। ফারিয়াকে নিয়ে খানিকটা সংশয় আছে এখনও। ‘গাওয়াহ, দ্য উইটনেস’ নামের একটি ছবিতে নওয়াজুদ্দিন সিদ্দিকি ও এমরান হাশমির সঙ্গে ফারিয়ার অভিনয় করার খবর বেরিয়েছে সম্প্রতি। অক্টোবরের শেষের দিকে দৃশ্যায়ন শুরু হবে ছবিটির।

সৈকত নাসির জানাচ্ছেন, যদি ওই ছবির সঙ্গে ‘দাবানল’-এর শিডিউল জটিলতা হয়, তবে নুসরাত ফারিয়ার বিকল্প ভাবা হবে। তবে এখনও পর্যন্ত তিনিই ‘দাবানল’-এর নায়িকা।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন ফারুক হোসেন। প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।