ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

অবশেষে বড়পর্দায় অপূর্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
অবশেষে বড়পর্দায় অপূর্ব

‘গ্যাংস্টার রিটার্নস’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন অপূর্ব। ২০১৩ সালের শেষের দিকে এর কাজ শেষ হয়।

বিভিন্ন কারণে এটি মুক্তি পায়নি। আটকে ছিলো এতোদিন। জানা গেছে, চলতি বছরের ৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

অপরাধজগতের বিভিন্ন প্রেক্ষাপটই উঠে এসেছে এ ছবির গল্পে। পারিবারিক অসচ্ছলতার কারণে অপূর্ব জড়িয়ে পড়ে অপরাধজগতের সঙ্গে। হারাতে হয় আপনজনদের।

‘গ্যাংস্টার রিটার্নস’ পরিচালনা করেছেন আশিকুর রহমান। এতে অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। এরই মধ্যে দুটি ছবিতে দেখা গেছে তাকে। এগুলো হলো ‘চোরাবালি’ ও ‘দ্য স্টোরি অব সামারা’।

* ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবির গানের ভিডিও :


* ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
কেবিএন/ জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।