ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মাহির কণ্ঠে গান, তার লেখা কবিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
মাহির কণ্ঠে গান, তার লেখা কবিতা

রোজার ঈদে ‘অগ্নি ২’ ছবির মাধ্যমে বড় পর্দায় ছিলেন, আসন্ন কোরবানির ঈদে মাহিয়া মাহি থাকছেন ছোট পর্দায়। মাছরাঙা টেলিভিশনের আয়োজনে ‘স্টার নাইট’ অনুষ্ঠানে তাকে পাওয়া যাবে।

এখানে আড্ডার পাশাপাশি মাহি গান গেয়েছেন, আবৃত্তি করেছেন নিজের লেখা কবিতা।

অনুষ্ঠানে নিজের সম্পর্কে অজানা অনেক তথ্য জানিয়েছেন মাহি। যেমন- নায়িকা হওয়ার জন্য ডজনখানেক ডিম খেতে হয়েছিল তাকে। অডিশন দেওয়ার জন্য মাকে নিয়ে উত্তরা থেকে মগবাজার পায়ে হেঁটে আসতে হয়েছিলো। উত্তর দিয়েছেন বিতর্কিত প্রশ্নেরও। এ ছাড়া জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা নুসরাত ফারিয়া সম্পর্কেও মন্তব্য করেছেন মাহি। মাহিকে চমকে দিতে অনুষ্ঠানে হাজির হয়েছেন তার প্রিয়জনেরা।

‘স্টার নাইট’ উপস্থাপনা করেছেন মারিয়া নূর। রুম্মান রশীদ খানের গ্রন্থনা এবং অজয় পোদ্দারের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আসছে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

এদিকে আগামী ঈদেই আরটিভিতে থাকছে শুধু মাহির নাচ নিয়ে একটি অনুষ্ঠান।

বাংলাদেশ সময় : ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।