ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নতুন ‘ট্রান্সপোর্টার’ এনে ব্লকবাস্টার সিনেমাসের দ্বিতীয় বর্ষপূর্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
নতুন ‘ট্রান্সপোর্টার’ এনে ব্লকবাস্টার সিনেমাসের দ্বিতীয় বর্ষপূর্তি

দুই বছর পেরিয়ে এলো রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস। দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এখানে মুক্তি দেওয়া হচ্ছে হলিউডের ‘ট্রান্সপোর্টার’ সিরিজের চতুর্থ কিস্তি ‘দ্য ট্রান্সপর্টার: রিফুয়েল্ড’।

আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে ছবিটি দেখা যাবে এখানে।

ট্রান্সপর্টার’ সিরিজের চতুর্থ ছবিটি পরিচালনা করেছেন ক্যামিলে ডেলামারে। এতে অভিনয় করেছেন  এড স্ক্রেইন, রে স্টিভেনসন, গ্যাব্রিয়েলা রাইট, ওয়েনজিয়া ইউ, লোন শাবানল, তাজানা পাজকোভিচ-সহ অনেকে। ১ ঘণ্টা ৩৬ মিনিট ব্যাপ্তির ছবিটি গত ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি দিয়েছে রিলেটিভিটি মিডিয়া।

ঢাকায় নতুন ‘ট্রান্সপোর্টার’ মুক্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আমন্ত্রিত অতিথিদের জন্য ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় ব্লকবাস্টার সিনেমাসে। রাজধানীর পান্থপথে স্টার সিনেপ্লেক্সেও শুক্রবার মুক্তি পাচ্ছে ‘দ্য ট্রান্সপর্টার: রিফুয়েল্ড’।

* ‘দ্য ট্রান্সপর্টার: রিফুয়েল্ড’ ছবির ট্রেলার :



বাংলাদেশ সময় : ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।