ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বিশ্বসাহিত্য কেন্দ্রে ফিরোজা বেগম স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
বিশ্বসাহিত্য কেন্দ্রে ফিরোজা বেগম স্মরণ ফিরোজা বেগম

গত বছরের ৯ সেপ্টেম্বর পৃথিবী থেকে বিদায় নেন ফিরোজা বেগম। প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী।

তার কণ্ঠে নজরুলের গান পেয়েছে ভিন্নমাত্রা। দীর্ঘ ৬৫ বছরেরও বেশি সময় ধরে সংগীত সাধনায় সক্রিয় ছিলেন তিনি।

প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ফিরোজা বেগম ফাউন্ডেশন। রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এটি।

অনুষ্ঠানে ফিরোজা বেগমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হবে। উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংগীতশিল্পী ও ফিরোজা বেগমের পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।