ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কিলার ইমন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
কিলার ইমন! ইমন / ছবি : নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইমনকে চকোলেট বয় হিসেবেই দর্শকরা বেশি দেখেছে। তাকে দেখলে মনে হয়, ঝামেলার আশেপাশেও থাকেন না কখনও।

অবশ্য দু-একটি ছবিতে কিছুটা রুক্ষ্ম দেখা গেছে তাকে। এবার কিলার হয়ে বড় পর্দায় আসছেন জনপ্রিয় এই অভিনেতা।

ছবিটিতে ইমনের সহশিল্পী নবাগতা মৌ খান। এটি পরিচালনা করবেন সুজন বড়ুয়া। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় এর মহরত হবে।

ইমন বাংলানিউজকে বললেন, ‘আমাকে সাধারণত নির্মাতারা রোমান্টিক হিরোর চরিত্রেই ভাবেন। তবে এখানে ব্যতিক্রম দেখলাম। আর আমিও অ্যাকশন ধাঁচের ছবিতে কাজ করতে চাচ্ছিলাম। মনে হচ্ছে, ছবিটা ভালো হবে। ’

গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমন অভিনীত ‘পদ্ম পাতার জল’। এতে তার সহশিল্পী ছিলেন বিদ্যা সিনহা মিম।

বাংলাদেশ সময় : ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।