ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আনুশকা আছেন নাকি নেই!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
আনুশকা আছেন নাকি নেই! আনুশকা শর্মা

সালমান খানের সঙ্গে ‘সুলতান’ ছবিতে কে অভিনয় করবেন তা নিয়ে ভারতের বিনোদন সাংবাদিকরা গবেষণা করছেন দেদার। কিন্তু কেউই সঠিক খবর দিতে পারেননি।

এটা এখনও রহস্য। অবশ্য কিছুদিন ধরে জোর গুঞ্জন চলছিলো, এ ছবিতে সল্লুর সঙ্গে দেখা যাবে আনুশকা শর্মাকে। কিন্তু এটাও ধোপে টিকলো না।

বলিউডের এই অভিনেত্রী নিজেই জানিয়েছেন, ‘সুলতান’-এ কাজ করছেন না তিনি। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি শুটিংয়ে ব্যস্ত। এর মধ্যে বিভিন্ন খবরে পড়লাম আমার আগামী ছবি ‘সুলতান’। যারা এসব ছেপেছেন তাদেরকে হতাশ করার জন্য আমি দুঃখিত। ’

আনুশকা এখন অভিনয় করছেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ । করণ জোহরের পরিচালনায় ছবিটিতে তার সহশিল্পী ঐশ্বরিয়া রাই বচ্চন ও রণবীর কাপুর।   

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।