ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আদিম সাজগোজে মৌসুমী হামিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
আদিম সাজগোজে মৌসুমী হামিদ ‘বঙ্গত’ টেলিছবিতে মৌসুমী হামিদ

গল্প পিছু হটতে হটতে চলে গেছে সেই আদিম যুগে। যখন মানুষ লজ্জা ঢাকতো পশুর চামড়া কিংবা গাছের বাকল দিয়ে।

শিকারই ছিলো একমাত্র জীবিকা। মানুষ বাস করতো গুহায়, বনে-জঙ্গলে। সেই সময়ের প্রেম-সমস্যা-সংকট উঠে আসছে গল্পে। এমনই একটি টেলিছবিতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। তার সাজসজ্জা আদিম যুগের মানুষের মতোই।

টেলিছবির নাম ‘বঙ্গত’। এর পরিচালক রাজিব হাসান বলছেন, ‘আমরা ওই সময়ের প্রেক্ষাপটেই সবকিছু সাজিয়েছি। পোশাক থেকে শুরু করে খাদ্য, কথা বলা, চলাফেরা, সংগ্রাম তুলে আনতে চেষ্টা করছি আদিম যুগের আদলে। ’

এর দৃশ্যধারণ হচ্ছে বান্দরবানে। গতকাল থেকে শুরু হয়েছে কাজ। এতে মৌসুমীর সহ-অভিনেতা হিসেবে আছেন সুমন আনোয়ার। তিনি নির্মাতা হলেও, এতে শুধু অভিনয়টাই করছেন। আরও আছেন সাজ্জাদ, প্রণব সরকার অপু, সোহেল খান প্রমুখ। পরিচালক জানালেন, এটি নব্বই মিনিটের টেলিছবি। প্রচার হবে ঈদের দিন, চ্যানেল আইয়ে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।