ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সুস্মিতা সেন এখন ঢাকায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
সুস্মিতা সেন এখন ঢাকায় সুস্মিতা সেন

চার বছর পর আবার ঢাকায় এলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেট এয়ারওয়েজের উড়োজাহাজে চড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আয়োজনে সাবেক এই মিস ইউনিভার্সের এবারের সফর।

জানা গেছে, ইউনিলিভারের পণ্য ‘ট্রেসেমে’ শ্যাম্পুর বাজারজাতকরণ উপলক্ষে সন্ধ্যা ৭টায় শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য ফ্যাশন শো। এতে মূল শো-স্টপার হিসেবে দেখা যাবে সাবেক মিস ইউনিভার্স সুস্মিতাকে। পাশাপাশি থাকছেন দেশীয় নাটক, চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের বেশ কয়েকজন তারকা।

আয়োজকরা জানান, আগামীকাল সকালে মুম্বাই ফিরে যাবেন সুস্মিতা।

* আবার আসছেন সুস্মিতা সেন

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।