ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

উপস্থাপনায় অমিতাভ রেজা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
উপস্থাপনায় অমিতাভ রেজা

মাঝে-মধ্যে দু’একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন, তবে ক্যামেরার পেছনে থেকে নির্দেশনা দিতেই অভ্যস্ত অমিতাভ রেজা। তাই ক্যামেরার সামনে খুব কমই দেখা যায় তাকে।

এবার টিভি অনুষ্ঠানে প্রথমবারের মতো উপস্থাপনা করলেন তিনি।

বিজ্ঞাপন নির্মাণের নেপথ্য শিল্পীদের নিয়ে মাছরাঙা টেলিভিশন নির্মাণ করেছে বিশেষ অনুষ্ঠান। নাম ‘বিজ্ঞাপনের অন্তরালে’। এতে অতিথি হিসেবে থাকছেন বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান গ্রে’র ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন, চিত্রগাহক নেহাল কোরাইশি ও ভয়েস আর্টিস্ট রিপন নাথ।

অমিতাভ রেজার সঙ্গে প্রাণবন্ত আড্ডায় বিজ্ঞাপন নির্মাণের নানা দিক নিয়ে কথা বলেছেন তারা। এসএম হুমায়ুন কবিরের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

বিজ্ঞাপনচিত্র নির্মাণেই বেশি ব্যস্ত থাকেন অমিতাভ রেজা। এখন নিজের প্রথম ছবি ‘আয়নাবাজি’র কাজ এগিয়ে নিচ্ছেন তিনি।

বাংলাদেশ সময় : ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।