ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শোয়েব-মৌসুমীর ঘরে পুত্র সন্তান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
শোয়েব-মৌসুমীর ঘরে পুত্র সন্তান মৌসুমী নাগ ও শোয়েব ইসলাম

পুত্র সন্তানের মুখ দেখলেন তারকা দম্পতি শোয়েব ইসলাম ও মৌসুমী নাগ। আজ (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সন্তানের জন্ম দেন মৌসুমী।

এ দম্পতির এটাই প্রথম সন্তান। নবজাতক ও মা দু’জনেই সুস্থ আছেন।

শোয়েব জানান, ইউনাইটেড হাসপাতালে মৌসুমীর শরীরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর মুখ দেখে নবজাতক।

পুত্রের নাম এখনও চুড়ান্ত হয়নি। শোয়েব জানিয়েছেন, দু’একদিনের মধ্যেই মৌসুমী ও পুত্রকে হাসপাতাল থেকে বাড়িতে নেয়া হবে। তারপরই নাম ঠিক করা হবে।

এদিকে, শোয়েব-মৌসুমীর বাবা-মা হওয়ার খবরে উচ্ছ্বসিত তারকারা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।