ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

টিভি অভিনেত্রীরা হয়ে উঠলেন র‌্যাম্পের লাল পরী

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
টিভি অভিনেত্রীরা হয়ে উঠলেন র‌্যাম্পের লাল পরী (বাঁ থেকে) শাহতাজ, তানজিন তিশা ও শবনম ফারিয়া

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসানো হয়েছে বিশাল মঞ্চ। দেশের চেনা র‌্যাম্প মডেলরা হেঁটে বেড়াচ্ছেন।

সেটা এড়িয়ে মঞ্চের পেছনে যেতেই দেখা গেলো চমক! লাল পোশাকে লাল পরী সেজে বসে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীরা।
 
কে নেই! শবনম ফারিয়া, তানজিন তিশা, সোনিয়া হোসেন, শাহতাজ মনিরা হাশেম, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’খ্যাত তারিন রহমান, পিয়া বিপাশা, ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’খ্যাত আশা, বৃষ্টি ইসলাম। তারা নানান পরামর্শ নিচ্ছেন লাল রঙা পোশাকে সেজে থাকা ইমির কাছ থেকে। র‌্যাম্পের ময়দানে ইমি প্রথম সারির নাম। তাই এ যাত্রায় তাকে পেয়ে যেন অভিনেত্রীদের স্বস্তি মিললো।

মঞ্চে ওঠার আগে কথা হলো তাদের সঙ্গে। সোনিয়া জানালেন, তিনি দীর্ঘ ৯ বছর পর র‌্যাম্পে হাঁটতে যাচ্ছেন। তানজিন তিশা হাঁটবেন দুই বছর পর। শবনম ফারিয়াও অনেকদিন পর। বাদবাকি প্রায় সবারই এমন অভিজ্ঞতা আছে। তবে এই আয়োজনের মাধ্যমে শাহতাজের অভিষেক হচ্ছে ক্যাটওয়াকে।

ইউনিলিভারের আয়োজনে বাংলাদেশে ট্রেসেমি শ্যাম্পুর বাজারজাতকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিলো তারকা অভিনেত্রীদের অংশগ্রহণ। তাদেরকে কোরিওগ্রাফি করেছেন আরেক র‌্যাম্প মডেল আজরা মাহমুদ। অনুষ্ঠানে ক্যাটওয়াক করতে মুম্বাই থেকে উড়ে এসেছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনও। তাই এটা সাবেক এই মিস ইউনিভার্সের মঞ্চই ছিলো বলা চলে। তার মঞ্চে টেলিভিশনে ইদানীং দাপিয়ে বেড়ানো তরুণী অভিনেত্রীরা নিজেদের ঝুলিতে যুক্ত করলেন দারুণ অভিজ্ঞতা।

বাংলাদেশ সময় : ০৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।