ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আলিফের কণ্ঠে ‘বন্ধু তিন দিন’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আলিফের কণ্ঠে ‘বন্ধু তিন দিন’ (ভিডিও) আলাউদ্দিন

রুনা লায়লার গাওয়া ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম, দেখা পাইলাম না’ গানটি সেই আশির দশক থেকে শ্রোতারা শুনছে। ‘কসাই’ ছবির এই গান গাজী মাজহারুল আনোয়ারের লেখা।

এর সুর-সংগীত আলাউদ্দিন আলীর। তার মেয়ে আলিফ আলাউদ্দিন গানটিতে নতুনভাবে কণ্ঠ দিলেন। এ নিয়ে গত ১২ সেপ্টেম্বর একটি ভিডিও ছাড়া হয়েছে ইউটিউবে।

ভিডিওতে নানান সাজে হাজির হয়েছেন আলিফ। পাশাপাশি আছেন তার জীবনসঙ্গী কাজী ফয়সাল আহমেদ। তিনিই গানটির নতুন সংগীতায়োজন করেছেন। বেজ গিটার বাজিয়েছেন ফারশিদ আলম। বেহালায় সেলিম। ভিডিওটি অভিকের প্রযোজনা। গানটি বেরিয়েছে মাশরুম এন্টারটেইনমেন্ট থেকে। পৃষ্ঠপোষকতায় মোবাইল প্রতিষ্ঠান রবি।

আলিফ বললেন, ‘গানটি আমি নিজের মতো গাওয়ার চেষ্টা করেছি। এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিলো। সংগীতায়োজনে লেগেছে পাঁচ মাস। আমাদের দেশের তিন সত্যিকারের কিংবদন্তি- আমার বাবা, রুনা লায়লা ও গাজী মাজহারুল আনোয়ারের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই প্রচেষ্টা। ’

* ‘বন্ধু তিন দিন’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।