ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রঙ্গমাতন সোলায়মান মেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
রঙ্গমাতন সোলায়মান মেলা

অকালপ্রয়াত খ্যাতিমান নাট্যকার, নির্দেশক ও অভিনেতা এসএম সোলায়মান স্মরণে ‘রঙ্গমাতন সোলায়মান মেলা’র চতুর্থ আয়োজন হতে যাচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। এবারের আয়োজনের আহ্বায়ক প্রাচ্যনাট।

থাকছে আরও সাতটি দল। মোট আটটি দলের অংশগ্রহণে এবারের অধিবেশনটির মূল আয়োজন পরিকল্পনাও প্রাচ্যনাটের। সেখানে থাকবে দলগুলোর বিভিন্ন পরিবেশনা, নাট্যবৈঠক, নাট্য প্রদর্শনী ইত্যাদি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ১০টায় মেলার উদ্বোধন হবে। এখানে বিভিন্ন নাট্য বিষয়ক প্রদর্শনী নিয়ে থাকবে আটটি নাট্য সংগঠনের স্টল। অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো আরণ্যক নাট্যদল,  উদীচী নাটক বিভাগ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, থিয়েটার আর্ট ইউনিট, বটতলা,  মহাকাল নাট্যসম্প্রদায়, তীরন্দাজ রেপার্টরী ও বাতিঘর।

সকাল সাড়ে ১০টা ও বিকেল ৫টায় থাকবে অংশগ্রহণকারী আটটি দলের নিজস্ব দলীয় প্রদর্শনী। দুপুর ২টা ৩০ মিনিটে ‘বৈঠক’-এ মূল আলোচক থাকবেন আনু মোহাম্মদ, সঞ্চালনায় হাসান শাহরিয়ার। সন্ধ্যা ৬টায় দলগুলো সম্মিলিতভাবে মঞ্চায়ন করবে ‘এই দেশে এই বেশে’। সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মূল মঞ্চে থাকবে থিয়েটার আর্ট ইউনিটের ‘কোর্ট মার্শাল’। রাত ৯টায় হবে সমাপনী।

বাংলাদেশ সময় : ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।