ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ট্রাকে চড়ে সাকিব-মুশফিকের সঙ্গে তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ট্রাকে চড়ে সাকিব-মুশফিকের সঙ্গে তারা

শতাব্দী ওয়াদুদ বলছেন, ‘সকালটা ভালোই কাটলো। ’ সকালে উঠে তিনি বেরিয়ে পড়েছিলেন রাস্তায়।

সঙ্গে শহীদুজ্জামান সেলিম, মাজনুন মিজান, বাঁধন, শানারেই দেবী শানু। আর ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

তারা ট্রাকে চড়ে ঢাকার রাস্তায় ঘুরলেন। আজ ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস। এ দিবসের র‌্যালিতে যোগ দিয়েছেন ক্রিকেট ও অভিনয়ের মানুষেরা। ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’- এই স্লোগানের সঙ্গে সহমত প্রকাশ করেছেন। উৎসাহিত করেছেন সময়মতো আয়কর দেওয়ার ব্যাপারে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।