ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সজলের সাত নায়িকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
সজলের সাত নায়িকা

একজন-দু’জন নয়, সাতজন নায়িকা সজলের। একই নাটকে।

এই সাতজনকে নিয়ে তিনি পড়েছেন মুশকিলে। কাকে রেখে কাকে বিয়ে করবেন! ব্যাপারটা হচ্ছে, সজল থাকেন প্রবাসে। দেশে ঘুরতে এসেছেন কিছুদিনের জন্য। বিয়েটা সেরে ফেলবেন, এমন উদ্দেশ্যও আছে। সজলের পরিবারে ছয় সদস্য। সবাই একজন করে মেয়ে ঠিক করে বসে আছে! সবার দাবি, ‘একেই বিয়ে করতে হবে!’

নাটকের নাম ‘গ্রিনকার্ড’। সাত পর্বের ধারাবাহিকটি পরিচালনা করছেন নুজহাত আলভী আহমেদ। লিখেছেন জাকির হোসেন উজ্জ্বল।

আর কারা সেই সাত নায়িকা? চাঁদনী, ঊর্মিলা শ্রাবন্তী কর, মেহজাবিন, হাসিন, রুখসানা আলি হীরা, তানজিন তিশা। আরেকজন? পরিচালক বলছেন, ‘আরেকজন এখনও ঠিক হয়নি। পিয়া বিপাশার সঙ্গে কথা হয়েছে। তার সঙ্গে শিডিউল মেলাতে পারলে তাকেই নেবো। ’

রাজধানীর উত্তরা এলাকায় ধারাবাহিকটির দৃশ্যধারণ চলছে। আরও অভিনয় করছেন হাসান ইমাম, লায়লা হাসান, ফারহানা মিঠু প্রমুখ। এটি প্রচার হবে কোরবানির ঈদে, এশিয়ান টিভিতে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।